ওমরাহ পালনকারীদের যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা দিলো সৌদি আরব

0

ওমরাহ করতে আসা মুসুল্লীদের নির্দিষ্ট কিছু জিনিসপত্র বহন না করার জন্য সতর্ক করেছে সৌদি আরব । বুধবার (২৭ মার্চ) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক নতুন নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না।

এ প্রসঙ্গে হজ ও ওমরাজ মন্ত্রণালয় বলেন, ‘আল্লাহর মেহমানরা, সৌদি আরবে প্রবেশের আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।

মক্কায় পবিত্র কাবা শরীফে ওমরাহ করা হয়। যদিও বছরে একবারই হজ করা যায়; বছরের যেকোনো সময় ওমরাহ করা যায়। কিন্তু পবিত্র রমজান মাস আসলে ওমরাহকারীর সংখ্যা বেড়ে যায়। রমজান মাসে সৌদি আরব ও অন্যান্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ পবিত্র মক্কা নগরীতে আসেন।

রমজান মাসে মুসুল্লীদের সংখ্যা বৃদ্ধির পর দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন নির্দেশনা দিয়েছে।

১১ মার্চ সৌদি আরবে রমজান শুরু হয়। এরপর রমজানের প্রথম ১০ দিনে কাবা মসজিদে এক কোটির বেশি মুসলমান নামাজ আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *