বরকলের দুর্গম পাহাড়ে অজ্ঞাত রোগে তিন মাসে পাঁচজনের মৃত্যু ।আরও ১৪ জন আক্রান্ত, আজ যাচ্ছে মেডিকেল টিম

0

রাঙামাটির প্রত্যন্ত বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের চাঁদবীঘাট নামের একটি পাড়ায় তিন মাসে অজ্ঞাত রোগে বাবা-মেয়েসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এটি ১০ জানুয়ারী থেকে ১৭ মার্চ পর্যন্ত ঘটেছিল। বর্তমানে সেই এলাকায় ১২.১৪ জন একই রোগে আক্রান্ত বলে জানা গেছে। স্থানীয়রা ও স্বাস্থ্য বিভাগ নিহত ও আহতদের বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকসহ ছয়জনের একটি মেডিকেল টিম চাঁদভিঘাট পাড়ায় পৌঁছাবে।

রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নিহার রঞ্জন নন্দী বলেন, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ওই এলাকায় পাঁচজন মারা গেছেন। ঘটনার খবর পেতে দেরি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত এলাকা খুবই প্রত্যন্ত এবং সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। গত মঙ্গলবার বিকেলে আমরা খবর পেয়েছি। সেখানে কেউ আমাদেরকে এ বিষয়ে জানায়নি। ইতোমধ্যে চিকিৎসকসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তারা পৌঁছাবেন। দেড় ঘণ্টার বেশি হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে হয় তাদের। সিভিল সার্জন আরও বলেন, মেডিকেল টিমকে রোগের নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে। নমুনাটি পরীক্ষার জন্য IEDCR (ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) এ পাঠানো হবে। তাহলে রোগের কারণ ও রোগ সম্পর্কে জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাবার সমস্যা থেকে এ রোগ ছড়িয়ে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *