এবারের হজে সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন

0

সৌদি আরবে এ বছর হজ পালন করতে গিয়ে ১০১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এবার সবচেয়ে বেশি বাংলাদেশি মারা গেছেন বলে জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। নিহতদের মধ্যে ৭৮ জনের বয়স ৫০ থেকে ৭১ বছর।

এ বছর হজের সময় সৌদি আরবে তীব্র গরম পড়েছে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হিট স্ট্রোকের কারণে গত ২৯ জুন একদিনে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। গত ৩ দিনে ১০ জন বাংলাদেশী তীর্থযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ পোর্টাল অনুযায়ী, নিহতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ রয়েছেন। এর মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।

হাবের তথ্যমতে, পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়ার পর এবার সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন।

হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবে দাফন করা হয়।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে ২৭ জুন। প্রায় ১২২,০০০ বাংলাদেশি হজ করতে সৌদি আরবে গেছেন। ফিরতি হজ ফ্লাইট চলছে, ২ আগস্ট পর্যন্ত। গত মঙ্গলবার পর্যন্ত বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের ১১৫টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৬৭ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *