চট্টগ্রামে ‘মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ উদ্বোধন করলেন শেখ হাসিনা

0

চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কমপ্লেক্সটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’-এ স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন।

এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বাস্তবসম্মত প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গুলি নিক্ষেপকারী ঐতিহাসিক ৩.৭ ইঞ্চি হাউইৎজার, এতে ব্যবহৃত গোলাবারুদ পরিদর্শন করেন। আর্টিলারি রেজিমেন্ট এবং সমস্ত কামানের রেপ্লিকা এবং মহান মুক্তিযুদ্ধে আর্টিলারি বাহিনীর উল্লেখযোগ্য অপারেশনের গৌরবময় ইতিহাস।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, তিন সেনাপ্রধান, সংসদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, জেসিও, সেনাবাহিনীর অন্যান্য পদমর্যাদার সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *