পীরজাদা হারুনকে ১৭টি সংগঠন সব ধরনের অভিনয় থেকে নিষিদ্ধ করলো

0

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি চত্বর। ২৮ জানুয়ারি ছিল শিল্পী সমিতির নির্বাচন। ১৭টি চলচ্চিত্র সংগঠনের আট সদস্যকে ওই দিন এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি বিষয়টি অবমাননাকর দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) ১৮টি সংগঠনের পক্ষ থেকে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন পরিচালনা পর্ষদের সভাপতি সোহানুর রহমান সোহান। আগামীকাল থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান তিনি।

সোহানুর রহমান সোহান বলেন, ‘পীরজাদা শহীদুল হারুন আমাদের ১৭টি সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেননি। এর জন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহিদুল হারুন। আমরা এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করে পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ করেছি। তাকে আর কখনো সিনেমা বা নাটকে অভিনয় করতে দেয়া হবে না। “

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল থেকে প্রার্থী হিসেবে অংশ নেন ইলিয়াস কাঞ্চন-নিপুন ও মিশা সওদাগর-জায়েদ খান। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *