বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আহত ২ মাদক ব্যবসায়ী

0

যশোর জেলার বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দৌলতপুর বিজিবি ক্যাম্পের অপর প্রান্তে ভারতের কল্যাণী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে বাবু মিয়া ও একই গ্রামের বরকত আলীর ছেলে ডালিম হোসেন রাবার বুলেটে গুলিবিদ্ধ হন। আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে বিজিবি হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বাবু ও ডালিম নামে দুই মাদক ব্যবসায়ী ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসছিল। তারা দৌলতপুর সীমান্তে পৌঁছালে ভারতের কল্যাণী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে তারা আহত হয়।

সীমান্তে কর্তব্যরত বিজিবি তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে এবং দুই মাদক ব্যবসায়ীকে হেফাজতে নিয়ে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হলে তাদের বেনাপোল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *