ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, ২৪৭৫ জন হাসপাতালে ভর্তি

0

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ১ হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৭৫ জন রোগী।

এদের মধ্যে ১ হাজার ৯৭৬ জনকে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আগামী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতির তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৮৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ১৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৩৯১ জন। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *