যমুনার ডান তীরে ভাঙন, নদীতে আধা কিলোমিটার

0

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ডান তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কমলপুর উপজেলার ইছামারায় অন্তত দুই সপ্তাহ আগে এ ভাঙন শুরু হয়। এরই মধ্যে আধা কিলোমিটার নদীতে বিলীন হয়ে গেছে। বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে সারিয়াকান্দির কামালপুরের ইছামারায় যমুনা নদীর ডান তীরে ভাঙন দেখা দেয়। প্রথমে প্রায় ৫০ মিটার ধসে পড়ে। গত বুধবার আরও ভাঙন হয়েছে। রাত পর্যন্ত ২৫০ মিটার ধসে পড়েছে। এতে পার্শ্ববর্তী ইছামারা, গোদাখালী, পাইকারতলী, দাড়িপাড়া ও ধুনট উপজেলার গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার আরও ২০০ মিটার নদীতে বিলীন হয়েছে।

ইছামারা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, আকস্মিক ভাঙনের কারণে তারা চিন্তিত। ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

কামালপুর এলাকার কলেজ শিক্ষক মইনুল হাসান মজনু জানান, এলাকার অনেকেই বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এভাবে ভেঙ্গে গেলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে অনেক ঘরবাড়ি।

পাউবো বলছে, উজান থেকে নেমে আসা বন্যায় যমুনা নদীর পানি বেড়ে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, খবর পেয়ে যত দ্রুত সম্ভব বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। বন্যা শুরু হয়নি। কিন্তু উজান থেকে পানি আসছে, যমুনা নদীতে পানি বাড়ছে। পানির স্রোতে ভাঙন শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *