জাপান সাগরে সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল পরীক্ষা চালাল রাশিয়া

0

রাশিয়ান নৌবাহিনী জাপান সাগরে একাধিক সুপারসনিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার পরীক্ষামূলক উৎক্ষেপণের অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি পৃথক জাহাজ থেকে মোসকিট নামে দুটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল ছোড়া হয়েছে। তারা প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে জাহাজের মতো বস্তুতে ছোঁড়া হয়। দুটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তারা প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

মঙ্গলবার জাপান সাগরে রাশিয়ার P-270 Mosquito ক্ষেপণাস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করেছে, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে SS-N-22 Sunburn নামে পরিচিত। এই সুপারসনিক মিসাইলগুলো স্বল্প পাল্লার। এগুলি সোভিয়েত আমলে তৈরি হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের জাহাজ ধ্বংস করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *