ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকের

0

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ বুধবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই ঘোষণা দেন। দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে রান খরায় ভুগছেন মুশফিক। গেলো চ্যাম্পিয়নস ট্রফিতেও হাসেনি তার ব্যাট। সবমিলিয়ে শেষ ১৫ ওয়ানডেতে মাত্র ১ ফিফটি করা অভিজ্ঞ এই ব্যাটারের জাতীয় দলে জায়গা নিয়েই প্রশ্ন উঠছিল। কবে ওয়ানডেকে বিদায় জানাবেন এমন আলোচনাও শুরু হয়েছিল সম্প্রতি। এবার মুশফিক নিজেই ওয়ানডেকে বিদায় বলে দিলেন।

Description of image

অবসরের ঘোষণা দেওয়া স্ট্যাটাসে মুশফিক লিখেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য কৃতজ্ঞ। বিশ্ব ক্রিকেটে আমাদের অর্জন হয়তো সীমিত, কিন্তু এক জিনিস নিশ্চিত—যখনই আমি দেশের জার্সি গায়ে মাঠে নেমেছি, সর্বোচ্চ ১০০% এর বেশি দিয়ে খেলেছি, সততা ও নিষ্ঠার সঙ্গে।গত কয়েকটা সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল, আর এই সময়েই আমি উপলব্ধি করেছি—এটাই আমার ভাগ্য।’

তিনি আরও লিখেন, ‘পরিশেষে, আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সেই সমস্ত ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের ভালোবাসার জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।’

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন মুশফিক। এরপর সময়ের ব্যবধানে হয়ে ওঠেন টাইগারদের মিডল অর্ডারের ভরসা। যার জন্য তাকে ডাকা হতো ‘মি: ডিপেন্ডবল’ নামে। তবে অনেকদিন ধরেই মুশফিক নেই সেই চেনা ছন্দে। গেলো চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন মাত্র ২ রান। কিউইদের বিপক্ষে আউট হওয়ার ধরণের জন্য হেড কোচ ফিল সিমন্সের কাছে বকাও হজম করতে হয় তাকে।

দেশের হয়ে ২৭৪ ওয়ানডে খেলে ৭ হাজার ৭৯৫ রান করেছেন মুশফিক। যেখানে আছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি। ওয়ানডেতে তার চেয়ে বেশি রান করেছেন শুধু তামিম ইকবাল (৮ হাজার ৩৫৭)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।