বাবা হারালেন পরিচালক রায়হান রাফি

0

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টা ৩৪ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Description of image

অভিনেত্রী তমা মির্জা এক ফেসবুক পোস্টে এই খবর জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘রায়হান রাফির বাবা আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাত ২টা ৩৪ মিনিটে ইউনাইটেড হাসপাতালে চাচা মারা যান।

আগামীকাল মঙ্গলবার সিলেটে পারিবারিক কবরস্থানে চাচাকে দাফন করা হবে।’

সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।