বাড়িতে ককটেল বিস্ফোরণ নিয়ে যা বললেন তিতাস গ্যাসের এমডি

0

রাজধানীর আদাবরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ মোল্লা যে ভবনে থাকেন তার নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুধবার সকাল ৭টার দিকে আদাবরের নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকের ১৩ নম্বর প্লটে অবস্থিত মুক্তাগাছা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মুক্তাগাছার সাততলা ভবনের প্রথম তলায় একটি উন্নয়ন সংস্থা রয়েছে। বাকি ৬ তলায় ১২টি পরিবার বাস করে। তিতাসের এমডি হারুনুর রশিদ মোল্লা পঞ্চম তলায় থাকেন।

তিতাস এমডি বলেন, ‘এখানে ককটেল বিস্ফোরণের কোনো প্রশ্নই আমার নেই। আমার বাড়ি ওই ভবনের পঞ্চম তলায়। সেখানে কত পরিবার বাস করে (পুরো ভবনে)। সকালে কেউ রাস্তায় ককটেল ফাটিয়েছে, কেউ আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ বলে প্রচার করছে।

তিনি বলেন, “অবৈধ সংযোগ এবং বকেয়া বিলের কারণে আমি অনেক সংযোগ বিচ্ছিন্ন করছি। আমি একজন সরকারী কর্মচারী। আমি মন্ত্রণালয়ের নির্দেশে কাজ করি। এতে কেউ ক্ষুব্ধ হতে পারে, কিন্তু ককটেল বিস্ফোরণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

হারুনুর রশিদ মোল্লা বলেন, কারা সড়কে ককটেল ফাটাল তা পুলিশ বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *