যেসব এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

0
Untitled design (7)

সরবরাহ লাইনে জরুরি কাজের কারণে বুধবার সকাল ৯টা থেকে ১২ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

Description of image

তিতাসের বার্তায় বলা হয়েছে, সাভারের টঙ্গাবাড়ি, আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খগান, কুমকুমারী, আকরান এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।