ফেব্রুয়ারি 19, 2025

গয়না কম দেওয়ায় আসর থেকে বিয়ে ভাঙলেন কনে

0

Description of image

বরের বাড়ির দেওয়া গয়নার পরিমাণ কম হওয়ায় বিয়ে ভাঙলেন এক তরুণী। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুর গ্রামীণ এলাকায়।

পুলিশ সূত্রে খবর, কনেকে দেওয়া গয়না কম দেখে শুধু কনে নয়, তার পরিবারের সদস্যরাও রেগে যান। তারা পাত্রপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলে দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষই বিয়ে ভাঙার সিদ্ধান্ত মেনে নেয়।

জানা গিয়েছে, মানপুরের ওই তরুণীর বিয়ে হয় কানপুর গ্রামাঞ্চলের এক যুবকের সঙ্গে। ঘটনার দিন সকাল থেকেই বিয়ের অনুষ্ঠান চলছিল। বর-কনে যথাসময়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যান। কিন্তু মালাবদলের আগেই শুরু হয় শোরগোল।

বিয়ের প্রথা অনুযায়ী, বিয়ের সময় বরের বাড়ি থেকে কনেকে শাড়ি, গয়না দেওয়ার কথা। সব কিছু ছিল. কিন্তু গয়নার পরিমাণ এতই কম যে কনে আপত্তি জানায়। বিয়ের অনুষ্ঠান ছেড়ে মাঝপথে বিয়ে ভেঙে দেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।