১৮ কার্ড দেখানো রেফারিকে বাড়ি পাঠিয়ে দিল ফিফা

0

কাতার থেকে দেশে ফিরছেন আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের বিতর্কিত রেফারি আন্তোনিও মাতেও লাহোস। স্প্যানিশ রেফারি সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোট ১৮টি কার্ড দেখিয়েছিলেন। ম্যাচ শেষে লিওনেল মেসি তার প্রতি অসন্তোষ প্রকাশ করেন, “আমি মনে করি এই রেফারি এই ধরনের ম্যাচের জন্য ফিফাই দায়ী । কারণ তিনি এটার যোগ্য নন।’

সর্বকালের সেরা এই ফুটবলারের কথা শুনেছে ফিফা। রেফারি লাহোস কাতার বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনা করতে পারবেন না। কারণ, সেমিফাইনাল-ফাইনাল ম্যাচে কোনো বিতর্ক চায় না ফিফা। তাই ‘জেদি’ রেফারিকে বিশ্বকাপ থেকে দেশে পাঠিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 তার পেশাদার ক্যারিয়ারে ৪৯৮টি ম্যাচে রেফারি করার অভিজ্ঞতা রয়েছে। এসব ম্যাচে হলুদ কার্ড দেখানো হয়েছে ২ হাজার ৩২৬টি, লাল কার্ড ৫৫টি; আর পেনাল্টি দিয়েছেন ১১৯টি। তিনি ইউরো ২০২০ এর পরে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। তবে গত বছরের শেষের দিকে তিনি মাঠে আবারোও ফিরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *