ফেব্রুয়ারি 20, 2025

ভোট দিতে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ

0

রাজবাড়ী বালিয়াকান্দি ভোট দিতে এসে অসুস্থ হয়ে ইউসুফ আলী মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Description of image

মঙ্গলবার সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী নবাবপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বড়ইছড়া ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন ইউসুফ মণ্ডল। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, ভোট দিতে এসে একজন অসুস্থ হয়ে মারা গেছেন বলে শুনেছি। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।