সমুদ্র সৈকতে হঠাৎ পর্যটকের মৃত্যু

0

কক্সবাজার সমুদ্র সৈকতে মোবাইল ফোনে কথা বলার সময় মতিউর রহমান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। মতিউর রহমান কুমিল্লা জেলার বুড়িচং এলাকার বাসিন্দা। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেফ লাইফ গার্ডের সুপারভাইজার। ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসমান গণি জানান, সকাল ৯টার দিকে মতিউর রহমান বালুকাময় সমুদ্র সৈকতে হাঁটছিলেন। এসময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা বলার একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সী লাইফ গার্ডের কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিটস্ট্রোক নাকি অন্য কোনো রোগে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *