প্রবাসী বন্ধুদের পাঠানো স্বর্ণের লোভ সামলাতে না পেরে…

0

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার হিম্মত আলীর ছেলে সৌদি প্রবাসী বাবুল মিয়া (৩৫) তার ছোট ভাই আব্দুল খালেককে দেওয়ার জন্য আরেক সৌদি প্রবাসী ঘনিষ্ঠ বন্ধু সাইমন উদ্দিনের (২৬) মাধ্যমে ২৩ ভরি স্বর্ণালঙ্কার দেশে পাঠিয়েছিলেন। সাইমন উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বশরতনগর গ্রামে। কিন্তু এত স্বর্ণালঙ্কারের লোভ সামলাতে না পেরে আত্মসাতের উদ্দেশ্যে দেশে আসার পর থেকেই বন্ধু বাবুল মিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সাইমন। বাবুল মিয়ার ভাই আব্দুল খালেকের কাছে স্বর্ণালংকার সম্পূর্ণ অস্বীকার করে। এ ঘটনায় আব্দুল খালেক ২১ ফেব্রুয়ারি ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (ডিএমপি ঢাকা জিডি নং-১১২১) করেন। ওই ডায়েরির ভিত্তিতে সাইমন উদ্দিনকে গত শুক্রবার রাতে বশরাতনগর গ্রামে গ্রেফতার করা হয় এবং তার স্বীকারোক্তি মোতাবেক সীতাকুণ্ড পুলিশ ২৩ ভরি স্বর্ণালঙ্কারও উদ্ধার করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, বিমানবন্দর থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাইমন উদ্দিনের কাছ থেকে ১২টি স্বর্ণের বার ও মোট ২৩ পিস স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার উদ্ধারের পর বাদী সাইমুন উদ্দিনের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার বাবুল মিয়ার ভাই আব্দুল খালেকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *